হাওজা নিউজ এজেন্সি: কোম প্রদেশের আমর বিল মা’রুফ ও নাহি আনিল মুনকার কমিটির বৈঠকে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ সাঈদী এ কথা বলেন, যা হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রদেশের বিভিন্ন সরকারি, ধর্মীয় ও সামাজিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জাতীয় দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান
আয়াতুল্লাহ সাঈদী বলেন, “কমিটির কার্যক্রমে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা স্থানীয় পক্ষপাতের পরিবর্তে জাতীয় ঐক্য ও সামগ্রিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা জরুরি।
আমর বিল মা’রুফ কমিটি একটি জাতীয় প্রতিষ্ঠান; তাই এর মৌলিক কাঠামো পরিবর্তন করা বা বিচ্ছিন্নভাবে কাজ করা অনুচিত। প্রাদেশিক কমিটিগুলোকে জাতীয় নীতির সাথে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে এবং সমান্তরাল বা পুনরাবৃত্তিমূলক কার্যক্রম এড়িয়ে চলতে হবে।”
ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে এই ফরজ
তিনি আরও বলেন, “আমর বিল মা’রুফ-এর মূল দর্শন সমাজের সংস্কার ও মানুষের নৈতিক উৎকর্ষ সাধন। এই ফরজ কখনো সমাজে বিভেদ বা সংঘাত সৃষ্টি করবে না।
শত্রুরা সবসময় জাতির মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে, কিন্তু আমাদের কর্তব্য হলো এই দায়িত্বকে এমনভাবে পালন করা, যাতে সমাজে ঐক্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হয়।”
তিনি স্মরণ করিয়ে দেন যে, সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইরানি জনগণ বিপদের মুহূর্তে ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
কোমলতা ও প্রজ্ঞার মাধ্যমে বাস্তবায়নের তাগিদ
আয়াতুল্লাহ সাঈদী আরও বলেন, “আমর বিল মা’রুফ শুধু মৌখিক উপদেশ নয়; এটি এমন একটি দায়িত্ব যা প্রজ্ঞা, নৈতিকতা ও ধর্মীয় শর্ত মেনে সম্পন্ন করতে হয়।
মাননীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বারবার বলেছেন, কোমলতা, আন্তরিকতা ও সঠিক পদ্ধতিতে উপদেশ বা তাগিদ দিতে হবে— যাতে তা ফলপ্রসূ হয়।”
তার মতে, এই ফরজের প্রকৃত উদ্দেশ্য হলো সমাজকে পথনির্দেশ, সংস্কার ও উন্নতির পথে এগিয়ে নেওয়া—কখনোই সংঘাত বা বিভেদ সৃষ্টি করা নয়।
আপনার কমেন্ট